সম্পাদকীয়

আবার ফিরে এলো ১৬ জানুয়ারি। ২০০৮ সালের এ দিন উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামিল, জমানার মুজাদ্দিদ, শামসুল উলামা আল্লামা হজরত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা র. লক্ষ লক্ষ ভক্ত মুরিদানকে শোকের সাগরে ভাসিয়ে জান্নাতের পথিক হলেন। প্রতিবছর এ দিনটি স্মরণ করে প্রিয় মুর্শিদের পবিত্র রূহে সওয়াব রেসানির উদ্দেশ্যে আয়োজন করা হয় ইসালে সওয়াব মাহফিল। মুর্শিদের বাড়ি সংলগ্ন বালাই হাওরে বিশাল প্যান্ডেলের শামিয়ানার নীচে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, যারা মুর্শিদের বিশাল শূন্যতা হৃদয় দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করেন এবং দু-চোখের জল ফেলে তাঁর দরজা বুলন্দির জন্য দুআ করেন। এই বালাই হাওরে একদিন সংঘটিত হয়েছিল মুর্শিদ কিবলার জানাজা-যা উপমহাদেশের শ্রেষ্ঠ জানাজাগুলোর মধ্যে অন্যতম একটি। আজ মুর্শিদের প্রতিষ্ঠিত হাজার হাজার দ্বীনি প্রতিষ্ঠান, সংগঠন ও খেদমত জারি রয়েছে; কিন্তু তিনি আজ পরপারে, আমাদের চোখের অন্তরালে। তাঁর জীবনের শেষস্বপ্ন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এই দেশে আজ প্রতিষ্ঠিত হয়েছে।
আমাদের মুর্শিদ ছিলেন চলার পথের এক অনন্য আদর্শ। তাঁর দেখানো আলোর পথে যদি আমরা চলতে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এ আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে পারি তবেই আমরা তাঁর প্রকৃত অনুসারী হতে পারব। আল্লাহ আমাদের যেন অলিগণের উত্তরসূরী হিসেবে কবুল করেন।

Comments

comments

About